Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ভ্যাকসিনেশন কার্যক্রম

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২১ ১৬:৪৩ | আপডেট: ২০ জুলাই ২০২১ ১৬:৫৮

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি ২০ থেকে ২৩ জুলাই বন্ধ থাকবে। এই চারদিনের মধ্যে তিন দিন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ও একদিন সাপ্তাহিক ছুটি থাকায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (২০ জুলাই) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান।

তিনি বলেন, ‘সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন ভ্যাকসিন কার্যক্রম বন্ধ থাকে সাধারণত। সেই হিসেবে আজ থেকে চারদিন অর্থাৎ ২০ থেকে ২৩ জুলাই পর্যন্ত ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে ভ্যাকসিন নিতে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।’

বিজ্ঞাপন

ঈদের ছুটি শেষে শনিবার (২৪ জুলাই) থেকে যথারীতি আবারও ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘তবে এদিন থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হলেও যারা নিবন্ধন করেছে তারা ভ্যাকসিন কার্ড ও এসএমএস দেখিয়ে কেন্দ্রে যেতে পারবেন।’

সারাবাংলা/এসবি/এমও

করোনাভাইরাস টপ নিউজ ভ্যাকসিনেশন কার্যক্রম