তামিম বললেন, আমরা আরও ভালো দল
২১ জুলাই ২০২১ ০০:৩০
ঢাকা: একমাত্র টেস্ট ম্যাচটা বড় ব্যবধানে জয়ের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে প্রথম ওয়ানডেতে ১৫৬ রানের বিশাল জয় পাওয়া বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটা জিততে একটু কষ্ট হয়েছে। তবে তৃতীয় ম্যাচে আবারও দাপুটে জয়। জিম্বাবুয়ের ২৯৮ রানের টার্গেট পেরুতে খুব বেশি কষ্ট হয়নি তামিম ইকবালের দলের। ম্যাচ শেষে তামিম বললেন, আমরা আরও ভালো দল।
মঙ্গলবার (২০ জুলই) জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশে। দারুণ এক সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন তামিম। ম্যাচ শেষে ওয়ানডে অধিনায়ক তামিম বলেন, ‘সিরিজ জেতাতে অবশ্যই খুশি। তবে মনে হয়, আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি দল হিসেবে। বিশ্বকাপের আগে আমাদের ১২-১৩টা ম্যাচ আছে। ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন বিশ্বকাপে যেতে চাই, আমাদের পরিপূর্ণ দল হতে হবে।’
দলের ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেছেন তামিম। মুশফিকুর রহিম পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন। তার জায়গায় নিজেদের প্রমাণের সুযোগ ছিল মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুনের। কিন্তু সফল হতে পারেননি একজনও। মিঠুন তিন ম্যাচে করেছেন মোট ৫১ রান। মোসাদ্দেক হোসেন দুই ম্যাচ ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ১০ রান। আজ তৃতীয় ম্যাচে নুরুল হাসান সোহান সুযোগ পেয়ে খেলেছেন ৪৫ রানের দারুণ এক ইনিংস।
তামিম বললেন, মিডল অর্ডারে জায়গা পাওয়া নিয়ে প্রতিযোগিতাটা বেড়েছে, ‘সবাইকেই সুযোগ দেওয়া উচিত। মিঠুন শেষ দু-তিন ম্যাচে খুব ভালো করতে পারেনি। কিন্তু নিউজিল্যান্ডে আমাদের যে একটা ম্যাচ জেতা উচিত ছিল, সেখানে কিন্তু মিঠুনের সবচেয়ে বড় অবদান ছিল। আমরা পাঁচ-ছয় নম্বরে আদর্শ কাউকে পাইনি। আমরা চেষ্টা করছি। তাদের সুযোগ দিচ্ছি। আজ সোহানের ইনিংস খুবই ভালো ছিল। এখানে দু-তিনজন এক জায়গার জন্য লড়ছে।’
সারাবাংলা/এসএইচএস/একে