Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে ১৫ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২১ ১২:৪৬

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়। একইসময় নতুন করে জেলায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম।

তিনি বলেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। ফলে হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। রোগীর চাপ সামলাতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৩৫ জন। এরমধ্যে ১৪ জনই করোনা পজিটিভ রোগী। বর্তমানে হাসপাতালের ৩০০ শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৩০২ জন।

তিনি আরও বলেন, ২০২০ সালের ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত এখানে ৯৪৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ২৫৯ জন। একইসময়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৫ হাজার ৭৯২ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন এক হাজার ৭২১ জন। এছাড়া এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৫৪৯ জন। এদের মধ্যে পজিটিভ রোগী ছিলেন ১ হাজার ৩৪৯ জন।

সারাবাংলা/এসএসএ

শেবাচিম হাসপাতাল

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর