Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় লাখ টাকাসহ অচেতন গরু ব্যবসায়ীকে উদ্ধার করলো পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২১ ২১:৩২

ঢাকা: আমিনবাজার এলাকা থেকে দেড় লক্ষাধিক টাকাসহ অচেতন গরু ব্যবসায়ীকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ। উদ্ধারকৃত ওই ব্যক্তির নাম মো. কোব্বাত আলী। বাড়ি মানিকগঞ্জ।

ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ২০ জুলাই আমিনবাজার এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের এএসআই জয়নাল। বেলা পৌনে দুইটায় এএসআই জয়নাল সংবাদ পান যে, আমিনবাজার ব্রিজসংলগ্ন লঞ্চ ঘাট এলাকায় একজন ব্যক্তি রাস্তায় পড়ে আছে। তিনি তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্সসহ সেখানে পৌঁছান এবং প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পান। যিনি বারবার বিড়বিড় করে গরু ব্যবসায়ী শব্দটি উচ্চারণ করছিলেন।

বিজ্ঞাপন

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, ‘এএসআই জয়নাল কালক্ষেপণ না করে ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেন। কিছু সময় পর ওই ব্যক্তির একটু জ্ঞান ফিরলে তিনি তার নাম মো. কোব্বাত আলী, বাবা মো. সওদাগর, বাড়ি মানিকগঞ্জের দরদগ্রাম বলে জানান। তিনি নিজেকে গরু ব্যবসায়ী বলে পরিচয় দেন এবং তার কাছে ১ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা আছে।

এএসআই জয়নাল আশেপাশের লোকজনের উপস্থিতিতে টাকা গণনা করেন। পরবর্তী সময়ে গাবতলী গরুর হাট তথ্যকেন্দ্রে মাইকিং করা হলে তার মেয়ের জামাই মো. মোখলেস পরিচয়ে একজন তথ্য কেন্দ্রে আসেন। গাবতলী ট্রাফিক পুলিশ বক্সের টিআই কাজী মাহবুব তার পরিচয় নিশ্চিত হয়ে ওই টাকা বুঝিয়ে দেন।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার ইফতেখারুল ইসলাম সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সারাবাংলা/ইউজে/এমও

গরু ব্যবসায়ী পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর