ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ফাইজার-অক্সফোর্ডের ভ্যাকসিন
২২ জুলাই ২০২১ ১৭:০৬
করোনাভাইরাসের (কোভিড-১৯) আলফা ভ্যারিয়েন্টর মতো ডেলটা (ভারতীয়) ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ফাইজার ও অ্যাস্ট্রাজেনিকার (অক্সফোর্ড) ভ্যাকসিন কার্যকর বলে দাবি করেছেন গবেষকরা। সম্প্রতি এক নতুন গবেষণায় এমন তথ্য উঠে আসে। খবর আলজাজিরা।
নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে গতকাল বুধবার (২১ জুলাই) প্রকাশিত গবেষণায় দেখা গেছে, ডেলটা ভ্যারিয়েন্ট বিরুদ্ধে এই দুটি ভ্যাকসিনের ডোজ অত্যন্ত কার্যকর। যারা ভ্যাকসিনের দুটির ডোজ নিয়েছেন তারা ডেলটা ভ্যারিয়েন্ট প্রতিরোধ করতে সক্ষম হয়েছেন।
ফিজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কতটা কার্যকর তা দেখতে মে মাসে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) এ গবেষণাটি পরিচালনা করে।
ওই গবেষণায় দেখা গেছে, ফিজারের করোনার ভ্যাকসিন ডেলটা ভ্যারিয়েন্টর বিরুদ্ধে ৮৮ শতাংশ কার্যকর। এর আগের এক রিপোর্টে দেখা গেছে আলফা ভ্যারিয়েন্টর বিরুদ্ধেও এই ভ্যাকসিন ৯৩ দশমিক ৭ শতাংশ কার্যকর।
এদিকে অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনের ডোজ সম্পন্ন (দুটি ভ্যাকসিন) করলে তা ডেলটা ভ্যারিয়েন্ট প্রতিরোধে ৬৭ শতাংশ কার্যকর, প্রাথমিকভাবে তা ৬০ শতাংশের বেশি। তবে আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটি ৭৪ দশমিক ৫ শতাংশ কার্যকর, যেখানে ৬৬ শতাংশ কার্যকর হবে বলে ধারণা করা হয়েছিল।
পাবলিক হেলথ ইংল্যান্ডের গবেষকরা প্রতিবেদনটিতে জানিয়েছেন, দুটি ভ্যাকসিন গ্রহণ করার পর কার্যকারিতার দিকে দিয়ে আলফা ও ডেলটা ভ্যারিয়েন্টের মধ্যে পার্থক্য খুব কমই দেখা গেছে।
সারাবাংলা/এনএস
ডেলটা ভ্যারিয়েন্ট ফাইজার-অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন ভারতীয় ভ্যারিয়েন্ট