Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২১ ২৩:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

নেত্রকোণা: জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে রাস্তার পাশে অটোগাড়ি রাখার ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ইমরান আলম বাবু (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ সময় মৃত যুবককে বাঁচানোর চেষ্টা করে তার চাচা অটোচালক এখলাছ উদ্দিন মারাত্মক আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, ইমরান বাবু উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামের শামীম মিয়ার ছেলে।

এছাড়াও, তার ঘাতকদের বাড়ি একই ইউনিয়নের আটিগ্রামে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুড়ি সার্কেল) রাজন কুমার দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনউদ্দিন খন্দকার, কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভূঞা এবং সান্দিকোনা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম।

বিজ্ঞাপন

অন্যদিকে, এ ঘটনায় জড়িত আটিগ্রামের রুকন উদ্দিনের ছেলে সুমন মিয়া নামে একজনকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় অধিবাসীরা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। শেষ খবর পাওয়া পযর্ন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/একেএম

তুচ্ছ বিষয়ে খুন নেত্রকোণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর