কাউন্সিলরের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
২৩ জুলাই ২০২১ ১৬:৫৫
বরিশাল: ঝালকাঠির নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরে আলম হাওলাদার ভিজিএফে’র চাল বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওয়ার্ডের ২৩ জন বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে পৌরসভার হতদরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য মাথাপিছু ১০ কেজি করে বরাদ্দকৃত চাল গত ১৫ জুলাই বিতরণ করা হয়। ওই চাল বিতরণে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি করেছেন।
তলিকায় নাম থাকার পরও অনেকে চাল পাননি। আবার তালিকায় একজনের নাম দিয়ে একাধিকবার দিয়ে চাল উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় গত ২০ জুলাই দুপুরে ইউএনও কাছে লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।
তবে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর মো. নুরে আলম হাওলাদার। তিনি বলেন, ‘তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তিনি দেশের প্রচলিত আইনে যে সাজা হয়, তা মাথা পেতে নেবেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার বলেন, ‘অভিযোগটি তদন্তের জন্য মেয়রকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অভিযোগটি খতিয়ে দেখবেন।’
সারাবাংলা/এমও