Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাপসুল ভ্যাকসিনের প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি ইসরাইলে

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২১ ২৩:২৫

মুখে খাওয়ার ক্যাপসুল হিসেবে করোনাভাইরাস ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে ইসরাইল। ইসরাইলের ওরামেড ফার্মাসিউটিক্যালস ও ভারতের প্রেমাস বায়োটেকের তৈরি এ ভ্যাকসিন নাম ওরাভ্যাক্স।

ওরামেড প্রধান নির্বাহী নাদাভ কিদরন সংবাদমাধ্যমে জানান, তেল আবিবের সৌরস্কি মেডিকেল সেন্টার সম্প্রতি এ ভ্যাকসিন মানুষের উপর ট্রায়াল চালানোর অনুমতি দিয়েছে। ওরাভ্যাক্সের ট্রায়াল শুরু হলে এটি হবে বিশ্বে প্রথম করোনাভাইরাসের মুখে খাওয়ার ক্যাপসুল ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল।

ক্লিনিক্যাল ট্রায়ালে ২৪ জনকে এক ডোজের এ ক্যাপসুল খাওয়ানো হবে। উল্লেখ্য, এর আগে গত মার্চে শূকরের উপর এ ভ্যাকসিনের ট্রায়াল চালানো হয়েছিল। ভ্যাকসিন খাওয়ার পর প্রাণীর শরীরের অ্যান্টিবডি উৎপন্ন হয়েছে বলে জানানো হয়।

ওরামেডের উদ্ভাবিত এ ক্যাপসুল ভ্যাকসিন তৈরি করছে ভারতের প্রেমাস বায়োটেক। দুই প্রতিষ্ঠানের প্রযুক্তি কাজে লাগিয়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন উৎপাদনের প্রতিশ্রুতি দিয়েছে তারা।

কিদরন বলেন, মুখে খাওয়ার ক্যাপসুল বহু বাধা দূর করবে। যেমন ব্যাপক আকারে বিতরণ, ইনজেকশনের ভয় থেকে ভ্যাকসিন না নেওয়া, বাসার বাইরে গিয়ে ভ্যাকসিন নেওয়ার ঝামেলা, ইত্যাদি কারণে অনেকেই ভ্যাকসিন নিতে চান না। খাওয়ার ক্যাপসুল হলে এসব বাধা থাকবে না।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর