জাপান থেকে দুপুরে আসছে অক্সফোর্ড ভ্যাক্সিনের প্রথম চালান
২৪ জুলাই ২০২১ ১৫:১৬
ঢাকা: নভেলকরোনাভাইরাস মোকাবিলায় পুবের দেশ জাপান বাংলাদেশকে ৩ মিলিয়ন ডোজ অক্সফোর্ড-এস্ট্রোজেনিকা ভ্যাকসিন দিয়ে সহায়তা করার ঘোষণা দিয়েছে। যার মধ্যে প্রথম চালানের দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ শনিবার (২৪ জুলাই) ভ্যাকসিন দুপুরে ঢাকায় হস্তান্তর করা হচ্ছে। আগামী ৫-৭ দিনের মধ্যে আসবে দ্বিতীয় চালান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২৪ জুলাই) দুপুরে জাপানের দেয়া অক্সফোর্ড-এস্ট্রোজেনিকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন ঢাকায় আসবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে জাপানের দেওয়া ভ্যাকসিন গ্রহণ করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম শনিবার (২৪ জুলাই) এক বার্তায় জানিয়েছেন, অক্সফোর্ড-এস্ট্রোজেনিকা ভ্যাক্সিনের সবচেয়ে বড় চালানের অংশটি রওনা দিয়েছে জাপান থেকে। আজ শনিবার (২৪ জুলাই) দুপুরেই পৌঁছে যাবে ঢাকায়। ৫-৭ দিনের মধ্যে আসবে দ্বিতীয় চালান। প্রথম চালানটি ঢাকার উদ্দেশ্যে পাঠানোর সময় জাপানে বিমানবন্দরে বাংলাদেশের রাস্ট্রদূত এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এক বার্তায় জানিয়েছেন, জাপান মোট ৩ মিলিয়ন ডোজ অক্সফোর্ড-এস্ট্রোজেনিকা ভ্যাকসিন বাংলাদেশকে দিবে। যা কয়েক দফায় টোকিও থেকে ঢাকায় আসবে।
সারাবাংলা/জেআইএল/একে
অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেটিকা করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস