নাটোর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি বাতিলের দাবি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২১ ১৭:১৯
২৪ জুলাই ২০২১ ১৭:১৯
নাটোর: সদ্য ঘোষিত নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিকে ‘অগণতান্ত্রিক’ উপায়ে গঠিত কমিটি দাবি করে তা বাতিলের আহ্বান জানিয়েছে বিলুপ্ত আহ্বায়ক কমিটির নেতারা।
শনিবার (২৪ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান বিলুপ্ত কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম সরকার ও যুগ্ম আহ্বায়ক আহমেদ সেলিম। নতুন কমিটির ছয় জন সহ-সভাপতি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে অনাস্থা জানান।
তাদের মতে, সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের প্রভাবিত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি, সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তারুল ইসলাম আলমসহ বিভিন্ন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা।
সারাবাংলা/এমও