ঢাকা: দেশে এখন থেকে প্রতি সপ্তাহে দুই বার ভারত থেকে ৪০০ টন অক্সিজেন আসবে। এ হিসেবে মাসে এক হাজার ৬০০ টন অক্সিজেন দেশে আসবে। তখন আর অক্সিজেনের সংকট থাকবে না।
শনিবার (২৪ জুলাই) করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ কথা বলেন। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর সঙ্গে এই মতবিনিময় সভা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, ‘দেশে সাধারণ সময়ে ৬০ থেকে ৭০ টন অক্সিজেন প্রয়োজন হয়ে থাকে। এখন ২৭০ টন ভ্যাকসিন প্রয়োজন হচ্ছে। আগস্টের মধ্যে দেশের ৪০টি হাসপাতালে ৪০টি অক্সিজেন জেনারেটর বসবে। যার কারণে আমাদের অক্সিজেনের কোনো সংকট হবে না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান ও সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খানসহ অন্যরা।