Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে করোনার ভ্যাকসিন উৎপাদন করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২১ ২০:১৫ | আপডেট: ২৫ জুলাই ২০২১ ০০:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আব্দুল মোমেন, ছবি: সারবাংলা

ঢাকা: বাংলাদেশেই কোভিড-১৯ ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করবে চীন। এ নিয়ে বাংলাদেশ চীনের সঙ্গে বেশ কিছু বিষয়ে কাজ শুরু করেছে। ভ্যাকসিন উৎপাদনের জন্য আগাম কোনো অবকাঠামো পরিদর্শনের প্রয়োজন নেই।

শনিবার (২৪ জুলাই)হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপান থেকে আসা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন উৎপাদনের জন্য আগাম কোনো অবকাঠামো পরিদর্শন করার প্রয়োজন নেই। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে চীনের ভ্যাকসিন কো-প্রোডাকশনের জন্য পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধী চীনের ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদনে এরই মধ্যে কিছু আনুষঙ্গিক কাজ শুরু হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করবে চীন। গত ১৫ জুলাই উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ চাইলে ভ্যাকসিন উৎপাদনের চুক্তির ঘোষণা ৫-৬ ঘণ্টার মধ্যে পাঠিয়ে দেবো।’

তিনি আরও বলেন, ‘ভ্যাকসিন উৎপাদনের জন্য আগাম কোনো অবকাঠামো পরিদর্শন করার প্রয়োজন নেই। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে চীনের ভ্যাকসিন যৌথভাবে উৎপাদন করার জন্য পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন নিয়ে ভবিষ্যতে আর কোনো সংকট হবে না। বিভিন্ন উৎস থেকে দেশে ভ্যাকসিন আসা শুরু হয়েছে।’

ভ্যাকসিন গ্রহণের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। জাপানের এই রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, তার দেশ থেকে আগামী এক মাসের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের আরও ২৮ লাখ ডোজ বাংলাদেশে আসবে।

সারাবাংলা/এসবি/পিটিএম

চীন ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর