Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে ভার্চুয়াল বেঞ্চ: দায়িত্বে ৩ বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২১ ২০:৩৫

ঢাকা: করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় সরকার আরোপিত কঠোর বিধিনিষেধ চলাকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম তিনটি ভার্চুয়াল বেঞ্চের অধীনে সম্পন্ন হবে। তিন ভার্চুয়াল বেঞ্চের দায়িত্বে থাকবেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদের।

শনিবার (২৪ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে ভার্চুয়াল বেঞ্চ গঠনের তথ্য সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিচারপতি এম. ইনায়েতুর রহিম অতীব জরুরি সকল প্রকার রিট মোশন, দেওয়ানি মোশন ও তৎসংক্রান্ত আবেদন গ্রহণ করবেন। বিচারপতি জে বি এম হাসান শুনবেন অতীব জরুরি সকল প্রকার ফৌজদারি মোশন ও তৎসংক্রান্ত আবেদন। আর বিচারপতি কে এম কামরুল কাদের শুনবেন আদিম অধিক্ষেত্র অতীব জরুরি বিষয়, ইচ্ছাপত্র অনুযায়ী এবং ইচ্ছাপত্র ব্যতিরেকে মৃত ব্যক্তির বিষয়বস্তুর অধিক্ষেত্রসহ তৎসংক্রান্ত বিষয়সহমূহ।

৫ আগস্ট পর্যন্ত হাইকোর্ট এই তিন ভার্চুয়াল বেঞ্চের মাধ্যমে বিচারকাজ পরিচালনা করবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/একেএম

কঠোর বিধিনিষেধ করোনা সংক্রমণ টপ নিউজ ভার্চুয়াল বেঞ্চ হাইকোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর