Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে ৪৮ ঘণ্টার অভিযানে ৪৩৭ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২১ ১৩:১০

আফগানিস্তানে উগ্রবাদী গোষ্ঠী তালেবানের সাম্প্রতিক উত্থানে কিছুটা লাগাম টেনেছে সরকারি বাহিনী। ২০ জুলাই রাজধানী কাবুলে ঈদের জামাতে হামলার পর দেশজুড়ে ভারী তালেবান বিরোধী অভিযান শুরু করেছে সরকার। শনিবার থেকে রাতে সারাদেশে  কারফিউ জারি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে গত ৪৮ ঘণ্টায় দেশটির বিভিন্ন প্রদেশে সরকারি বাহিনীর হামলায় চারশর বেশি তালেবান নিহত হয়েছে বলে জানিয়েছে সরকার।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক বিবৃতির তথ্যমতে, গত দুই দিনে ৪৩৭ তালেবান সদস্য সরকারি বাহিনীর হামলায় নিহত হয়েছে। তবে সরকারের দাবিকৃত এসব সংখ্যা অস্বীকার করেছে তালেবান।

রোববার (২৪ জুলাই) আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, লাগমান, নানগাহার, কুনার, গজনি, পাকতিয়া, কান্দাহার, হেরত, বালাখ, জাওজান, হেলমন্দ, কুন্দুজ, কাপসিয়া প্রদেশের বিভিন্ন জায়গায় তালেবানের ঘাঁটিতে অভিযান চালিয়েছে সরকারি বাহিনী। এতে ২৬২ তালেবান সন্ত্রাসী নিহত হয়েছে।

পরদিন সোমবার (২৫ জুলাই) প্রকাশিত বিবৃতিতে আরও ২৪ ঘণ্টার তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, নানগাহার, পাকতিয়া, লোগার, গজনি, কান্দাহার, জাওজান, হেরাত, বালাখ, সামানগান, সার-ই-পোল, হেলমন্দ, বাদাখশান, কুন্দুজ ও বাঘলান প্রদেশে অভিযান চালিয়ে আরও ১৭৫ তালেবান সন্ত্রাসীকে হত্যা করেছে সরকারি বাহিনী।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই দিনের অভিযানে এ পর্যন্ত ৪৩৭ তালেবান সদস্য আফগান বাহিনীর হামলায় নিহত হয়েছে।

এর আগে মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টার দিকে দেশটির রাজধানী কাবুলে প্রেসিডেন্টের বাসভবনের পাশে ঈদের জামাতে রকেট হামলা চালায় তালেবান। তবে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেশটির সবচেয়ে সুরক্ষিত ‘গ্রিন জোন’ এলাকায় এই রকেট হামলা চালানো হয়। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের দূতাবাস রয়েছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর