Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচক-লেনদেন বাড়লেও কমেছে শেয়ারের দাম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২১ ১৫:৫৭

ঢাকা: পুঁজিবাজারে টানা ষষ্ঠ দিনের মতো সূচকের উথান হয়েছে। রোববার (২৫ জুলাই) দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২৪ পয়েন্টে উন্নীত হয়।

এটি পুঁজিবাজারের ইতিহাসে ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স ইনডেক্সটি যাত্রা শুরুর বর্তমানে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। সূচকের পাশাপাশি বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। তবে কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

রোববার দিনশেষে ডিএসইতে ৩৭৫টি কোম্পানির ৪৫ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার ৮৮৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ২৩৭টির এবং ২২টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ টাকা। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ টাকা।

এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২৪ পয়েন্টে উন্নীত হয়।ডিএসই শরিয়া সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৪ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৩৬ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে, এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০৫টি কোম্পানির ১ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার ২৩৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইতে ৪০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ১৯ লাখ টাকা। এদিন সিএসই’র প্রধান সূচক আগের দিনের চেয়ে ১০৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৭৩ পয়েন্টে উন্নীত হয়।

সারাবাংলা/জিএস/এমও

টপ নিউজ ডিএসই শেয়ারের দাম সিএসই সূচক-লেনদেন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর