অচেনা কাউকে গৃহকর্মী নিয়োগ না দেওয়ার পরামর্শ ডিবি’র
২৫ জুলাই ২০২১ ১৬:৫২
ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি গ্রুপ থেকে গৃহকর্মী নুপুর আক্তারকে নিয়োগ দিয়েছিলেন রামপুরা এলাকার এক বাড়ির মালিক। পরে সেই গৃহকর্মী নুপুরই সুযোগ বুঝে বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি করে পালিয়ে যান।
গৃহকর্তা রামপুরা থানায় মামলা করলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের একটি টিম কুমিল্লার লাকসাম থেকে নুপুরকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় একটি স্বর্ণের চুড়ি, স্বর্ণের চেন, একটি স্বর্ণের আংটি ও নগদ টাকা।
রোববার (২৫ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
তিনি বলেন, ‘অনলাইন থেকে গত ১৯ জুলাই ১০ হাজার টাকা বেতনে রমনার একটি বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োগ পান নূপুর আক্তার। নিয়োগের চারদিন পর ২৩ জুলাই সন্ধ্যার দিকে ওই বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ পালিয়ে যান তিনি।’
গৃহকর্মী নিয়োগের আগে সতর্ক থাকার পরামর্শ দিয়ে যুগ্ম কমিশনার বলেন, ‘গৃহকর্মী নিয়োগের আগে তার সঠিক নাম-পরিচয় নিয়ে এবং জাতীয় পরিচয়পত্র যাচাইবাছাই করে নিয়োগ দিতে হবে। এর বাইরে অচেনা কাউকে বাসা-বাড়িতে কাজের জন্য গৃহকর্মী হিসেবে নিয়োগ দেবেন না।’
সারাবাংলা/ইউজে/এমও