Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরে বসেই ‘নগদ’ থেকে মোবাইল রিচার্জ

সারাবাংলা ডেস্ক
২৫ জুলাই ২০২১ ১৮:৩৮

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের কঠোর বিধিনিষেধের মধ্যে ঝুঁকি নিয়ে ঘরের বাইরে না গিয়েই ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ থেকে সাশ্রয়ী উপায়ে মোবাইল রিচার্জ করা যাচ্ছে। প্রিয়জনদের থেকে দূরে থেকেও মোবাইল ফোনের মাধ্যমে সহজেই ঘনিষ্টভাবে সংযুক্ত থাকা যাচ্ছে যে কারও সঙ্গে। এতে শারীরিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে, পাশাপাশি মরণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে সামান্য হলেও ভূমিকা রাখা যাচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া ‘নগদ’-এর মাধ্যমে যেকোনো মোবাইল ফোনে রিচার্জ করে ক্যাশব্যাকসহ আকর্ষণীয় ডিসকাউন্ট নেওয়ার সুযোগ তো রয়েছেই।

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটি ‘দেশি নগদ-এ বেশি লাভ’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে, যেখানে সব মোবাইল ফোনে রিচার্জকে সহজ ও সাশ্রয়ী করতে আরও গুরুত্ব দেওয়া হয়েছে।

একইসঙ্গে ‘নগদ’-এর মাধ্যমে যেকোনো ডিজিটাল সেবা সেরা অফারসহ ঘরে থেকেই পাচ্ছেন গ্রাহক। ডিজিটাল পদ্ধতিতে ‘নগদ’-এর অ্যাকউন্ট খোলা থেকে শুরু করে, সহজেই ব্যাংক থেকে ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা আনা, বাড়তি খরচ ছাড়া সেন্ড মানি করা, অনলাইনে কেনাকাটায় শর্তহীন বিল পরিশোধ, বিদ্যুৎ-গ্যাস-ওয়াসা, ব্রডব্যান্ডসহ সব পরিষেবার বিল বিনামূল্যে দেওয়া যাচ্ছে, যা কঠোর বিধিনিষেধের এই সময়ে হাতের মুঠোয় সেবা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়া বিভিন্ন দাতব্য সংস্থায় অনুদান প্রদান, স্কুল-কলেজের বেতন পরিশোধ, বিভিন্ন অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ এবং কোভিড টেস্টের ফি দেওয়াসহ অসংখ্য সেবা সহজেই ‘নগদ’ থেকে নিচ্ছেন গ্রাহক। ‘নগদ’-এর এমন বিস্তৃত সেবার কারণে করোনা সংক্রমণ ঝুঁকি কিছুটা হলেও কম।

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবনকে সহজ করতে শুরু থেকেই ‘নগদ’ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঘরে থেকে যেন মানুষ সব সেবা হাতের মুঠোয় পায়, সেটি বিবেচনায় নিয়েই ‘নগদ’ থেকে মোবাইল রিচার্জ সবচেয়ে সহজ ও সাশ্রয়ী করা হয়েছে। আমাদের প্রচেষ্টা শারীরিকভাবে দূরে রেখেও মানুষকে সংযুক্ত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। ‘নগদ’-এর অন্যান্য আরো অনেক সেবা গ্রাহকের দৈনন্দিন আর্থিক লেনদেন ও সেবা গ্রহণকে স্বস্তিদায়ক করেছে।

বিজ্ঞাপন

‘নগদ’-এর মাধ্যমে মোবাইল রিচার্জের পদ্ধতি

‘নগদ’ অ্যাকাউন্ট থেকে মোবাইলে রিচার্জ করা খুবই সহজ। দুইভাবে ‘নগদ’ থেকে সহজেই মোবাইল রিচার্জ করা যায়— ‘নগদ’ অ্যাপের মাধ্যমে এবং *১৬৭# ডায়াল করে। ‘নগদ’ অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে মোবাইল রিচার্জ অপশনে ঢুকতে হবে। এরপর সেখানে প্রাপক লেখা অংশে যে মোবাইলে নম্বরে রিচার্জ করতে চান, সেটি যুক্ত করে মোবাইল অপারেটর (গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল ও টেলিটক) বাছাই করতে হবে। পরের ধাপে রিচার্জের পরিমাণ লিখে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে।

তবে এ পর্যায়ে গ্রাহক চাইলে মোবাইল রিচার্জ না করে ‘নগদ’ অ্যাপ থেকে যেকোনো অপারেটরের ডেটা, মিনিট বা বিভিন্ন মেয়াদের বান্ডল প্যাকেজও কিনতে পারেন। সেক্ষেত্রে পরিমাণ লেখার অপশন এলে পাশেই থাকা ভয়েস, ইন্টারনেট বা বান্ডল লেখা তিনটি অপশন থেকে প্রয়োজন ও পছন্দ অনুযায়ী অফার বেছে নিতে পারবেন। শেষে চার ডিজিটের পিন দিয়ে ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার প্রক্রিয়া শেষ করতে হবে।

যারা অ্যাপ ব্যবহার করেন না, তারা মোবাইলের কিপ্যাড থেকে *১৬৭# ডায়াল করে আটটি মেন্যু পাবেন। সেখানে তিন নম্বর মেন্যুতে থাকা মোবাইল রিচার্জ বেছে নিলে পাঁচটি মোবাইল অপারেটরের নাম আসবে। পছন্দের অপারেটর বাছাই করার পর টাকার পরিমাণ লিখে শেষ ধাপে ‘নগদ’ অ্যাকাউন্টের চার ডিজিটের পিন দিলেই মোবাইল রিচার্জ প্রক্রিয়া শেষ হবে।

সারাবাংলা/টিআর

নগদ মোবাইল রিচার্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর