স্বর্ণালংকার ও টাকা চুরি: গৃহকর্মী নূপুর রিমান্ডে
২৫ জুলাই ২০২১ ২০:০২
ঢাকা: রাজধানীর রামপুরা ধানাধীন এলাকায় স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগে দায়ের করা মামলায় গৃহকর্মী নূপুর আক্তারকে জিজ্ঞেসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ জুলাই) শুনানি শেষে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ নূপুর আক্তারকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন।
পুলিশ জানায়, গত ১৯ জুলাই ১০ হাজার টাকা বেতনে রমনার একটি বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োগ পান নূপুর আক্তার। এরপর ২৩ জুলাই সন্ধ্যার দিকে ওই বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ পালিয়ে যান তিনি। কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।
এসময় তার কাছ থেকে একটি স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজধানীর রামপুরা থানায় চুরির অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
সারাবাংলা/এআই/এমও