Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলের সামনে বাবাকে খুন: ব্লেড বাবু রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২১ ১৯:৫৯

ঢাকা: পল্লবীতে ছয় বছর বয়সী ছেলের সামনে বাবা সাহিনুদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় মঞ্জুরুল হাসান বাবু ওরফে ইয়াবা বাবু ওরফে ব্লেড বাবুর তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ জুলাই) মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইফতেখার হোসেন পাঁচ দিন এবং চাঁদাবাজির মামলায় পল্লবী থানার এসআই অনয় কুমার এই আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

বিজ্ঞাপন

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় তার আরও এক দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

এদিকে আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

গত ২৪ জুলাই রাত নয়টার দিকে মিরপুর-১২ নম্বরের লাল মাঠ এলাকা থেকে বাবুকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত ১৬ মে পল্লবীতে ছয় বছরের ছেলে মাশরাফির সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওইদিন বিকেল সাড়ে চার টায় পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা ২০ জনের নাম উল্লেখ করে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/পিটিএম

ব্লেড বাবু রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর