Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুন নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে ৭ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২১ ২১:৫৬

সিলেট: আগুন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে সিলেটের বিভিন্ন স্থান থেকে সাত জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। তাদের বিরুদ্ধে নগরের শাহপরান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র‍্যাব এই সাত জনকে গ্রেফতারের তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৯-এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম জানান, শনিবার ও রোববার সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ করা হয়েছে।

জানা যায়, গত ২২ জুলাই মধ্যরাতে সিলেটের আকাশে আগুনের শিখা দেখা যায়, যা শহরতলীর লাক্কাতুরা এলাকায় শেভরনের নিয়ন্ত্রণাধীন গ্যাসক্ষেত্রে সংস্কার কাজের সময় হয়েছিল। কিন্তু ওই রাতে ফেসবুকে অনেকেই প্রচার করেন সিলেট সেনানিবাসের বহুতল ভবনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিথ্যা এই প্রচারণায় এতে নগরী ও আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

জনমনে ভীতি ছড়াতেই গ্রেফতারকৃতরা এই গুজব ছড়ায় এবং গ্রেফতারের পর তারা গুজব ছড়ানোর দায়ও স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুল তথ্য ছড়ানোর ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান র‌্যাব-৯ এর এই অধিনায়ক।

সারাবাংলা/এমও

৭ জন গ্রেফতার গুজব প্রচার টপ নিউজ র‌্যাব-৯


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর