Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ ভবনে এডিস লার্ভা, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২১ ২০:৫৯

ঢাকা: এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণ খাতের কোম্পানি সাউথ ব্রিজ হাউজিং লিমিটেডের একটিসহ নির্মাণাধীন ১০ ভবনকে দুই লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন ভ্রাম্যমাণ আদালত।

এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে আদালতগুলো অভিযান পরিচালনা করেন রোববার (২৫ জুলাই)। এর মধ্যে ডিএসসিসি অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) মেরীনা নাজনীন ধানমন্ডি এলাকায় আবাসিক উন্নয়নকারী প্রতিষ্ঠান সাউথ ব্রিজ হাউজিং লিমিটেডের একটি নির্মাণাধীন ভবনসহ চারটি ভবনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো মুগদার ঝিলপার এলাকায় তিনটি নির্মাণাধীন ভবনকে ৭৫ হাজার টাকা এবং অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পূর্ব জুরাইন এলাকার দুইটি নির্মাণাধীন ভবনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

অভিযানে আদালতগুলো মোট ১১৪টি বাড়ি পরিদর্শন করেন এবং ১০টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১০টি মামলা দায়ের ও ২ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো বলেন, আজকের অভিযানে তিনটি বাড়িতে ডেঙ্গু মশকের লার্ভার আধিক্য পাওয়ায় আমরা তিনটি মামলায় জরিমানা আদায় করেছি। এছাড়াও ১০টি বাড়িতে ডেঙ্গুর প্রজননস্থলের সমূহ উপযোগী পরিবেশ বিরাজমান থাকায় তাদেরকে আগামী এক থেকে তিন দিনের মধ্যে পরিবেশের উন্নতি করতে বলা হয়েছে। না করতে পারলে তাদের সর্বোচ্চ জরিমানা করা হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।

অভিযানের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আগামীকালও এ অভিযান চলবে বলেও জানিয়েছে স্থানীয় সরকার সংস্থাটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিআর

এডিস লার্ভা জরিমানা ডিএসসিসি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্মাণাধীন ভবন ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর