ক্যান্টনমেন্টের স্কুল-কলেজের ফি বিকাশ করা যাবে চার্জ ছাড়াই
২৬ জুলাই ২০২১ ১০:১৯
করোনাকালে ঘরে বসেই ক্যান্টনমেন্টের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসহ নির্দিষ্ট কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ফি বিকাশ করা যাচ্ছে কোনো চার্জ ছাড়াই। পাশাপাশি ফি বিকাশ করে গ্রাহক প্রতিমাসে পেতে পারেন সর্বোচ্চ ৬০ টাকা করে তিন মাসে মোট ১৮০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে কিংবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে অফারটি গ্রহণ করতে পারেন শিক্ষার্থীরা। একজন গ্রাহক মাসে দুইবার অফারটি নিতে পারবেন। অফারের বিস্তারিত জানতে ভিজিট করতে হবে https://www.bkash.com/cantonment-tuition-fee ওয়েবসাইটে।
এই ক্যাম্পেইনের আওতায় রাজউক উত্তরা মডেল কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএন কলেজ, বিএএফ শাহীন কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফি পরিশোধ করে ক্যাশব্যাক পেতে পারেন শিক্ষার্থীরা।
সারাবাংলা/এএম