হাসপাতালের ৯০ ভাগ আসনই পূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী
২৬ জুলাই ২০২১ ১৭:৩০
ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এতোটাই ছড়িয়েছে যে বর্তমানে হাসপাতালের ৯০ ভাগ আসন পূর্ণ হয়ে গেছে। তিনি বলেন, মানুষ বিধিনিষেধ না মানার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সোমবার (২৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ জনগণ মানছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। প্রতিদিনই সংক্রমণের নতুন মাত্রা দেখা দিচ্ছে। চিকিৎসক-নার্সরা সেবা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। এখন তো হাসপাতালের ৯০ শতাংশ আসনই পূর্ণ হয়ে গেছে।
তিনি বলেন, প্রত্যেক রাষ্ট্রের সক্ষমতার একটা সীমাবদ্ধতা রয়েছে, হাসপাতালের মাত্র ১০ ভাগ আসন এই মুহুর্তে খালি রয়েছে। তারপরেও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা এই পরিস্থিতি মোকাবিলায় আরও আট হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দেবো শিগগিরই। কিন্তু জনগণকে সচেতন হয়ে চলতে হবে। সামান্য লক্ষণ দেখলেই পরীক্ষা করাতে হবে, ভ্যাকসিন নিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে হলে মানুষকে বিধিনিষেধ মানাতে হবে। যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আরও কঠোর হতে হবে।
তিনি বলেন, আগে জীবন পরে অন্য কিছু। বাঁচতে হলে বিধিনিষেধ মানতে হবে। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক পরতে হবে, ভ্যাকসিন নিতে হবে। বিধিনিষেধ চলছে তিন দিন শেষ হতে চলেছে, কিন্তু মানুষের মধ্যে মেনে চলার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে না। খুব দুঃখ লাগছে এটা দেখে। মানুষ নানাভাবে বিধিনিষেধ ব্রেক করে চলেছে।
সারাবাংলা/জেআর/এসএসএ