চট্টগ্রামে একদিনে করোনায় ১২ জনের মৃত্যু, সংক্রমণের হার ৩৭ %
২৬ জুলাই ২০২১ ১৮:০০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। একইসময়ে চট্টগ্রামে ৮৪৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
সোমবার (২৬ জুলাই) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, আগেরদিন অর্থাৎ রোববার ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮৪৮ জনের সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্যে নগরীর ৫৮০ জন এবং ২৬৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সংক্রমণের হার ৩৭ দশমিক ১৬ শতাংশ।
উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে পটিয়ায়। এদিন পটিয়ায় ৪৩ জন, বোয়ালখালীতে ৩৮ জন, সন্দ্বীপে ৩৩ জন, রাঙ্গুনিয়ায় ৩২ জন, চন্দনাইশে ৩০ জন, সীতাকুণ্ডে ১৭ জন, লোহাগাড়ায় ১৬ জন, ফটিকছড়িতে ১৪ জন, মীরসরাইয়ে ১২ জন, হাটহাজারীতে ১০ জন, বাঁশখালীতে ৯ জন, সাতকানিয়ায় ৭ জন, রাউজানে ৪ জন, আনোয়ারায় ৩ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জন নগরীর এবং ৮ জন উপজেলার বাসিন্দা বলে প্রতিবেদনে বলা হয়েছে।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৬ হাজার ৩২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৬ হাজার ৫৮৯ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৮ হাজার ৭৩৭ জন।
করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮৯৭ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৪৭ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৩৫০ জন।
সারাবাংলা/আরডি/এসএসএ