Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক কাল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২১ ২০:০৩

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি এবং সংক্রমণ রোধে সরকারের চলমান বিধিনিষেধ বাস্তবায়ন, ভবিষ্যতে কী করণীয় এসব বিষয় নিয়ে আগামীকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদে বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সোমবারের (২৬ জুলাই) মন্ত্রিসভা বৈঠকে করোনা সংক্রান্ত কোনো দিক নির্দেশনা আসছে কিনা এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ নিয়ে মঙ্গলবার দুপুরে বৈঠক রয়েছে।’

এর আগে, সোমবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘হাসপাতালের সিট আর চিকিৎসক বৃদ্ধি করে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না। এজন্য শারিরীক দূরত্ব বজায় রেখে চলাচলের পাশাপাশি মাস্ক পরা জরুরি। ইউরোপের দেশগুলো দেখেন, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, জার্মানি। ইন্ডিয়ার অবস্থা দেখেন, কি হয়েছে। একমাত্র মানুষ যদি মাস্ক না পরে, দূরুত্ব না মানে, ইট উইল বি অলমোস্ট ইমপসিবল।’

বিধিনিষেধেও বেসরকারি অনেক অফিস খোলা আছে, এ বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি পাল্টা জবাবে জানতে চান, ‘কোন অফিস খোলা?’

‘রাস্তাঘাটে যাদের ধরা হচ্ছে তারা বলছে অফিস খোলা’, একজন সাংবাদিক এমন উত্তর দিলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমার সঙ্গে গতকালও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল আইজির সঙ্গে কথা হয়েছে, অফিসগুলোর কিছু মেশিন চালু রাখতে হয়। ওই টেকনিক্যাল (কর্মী) যায়-আসে। অনেক জিনিস আছে, সার্ভিসিং করতে হয়, এগুলো তারা করতেছে। এগুলো আমাদের মোবাইল কোর্ট চেক করছে।’

সারাবাংলা/জেআর/এমও

করোনার সংক্রমণ বিধিনিষেধ মন্ত্রিপরিষদ মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর