Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৬ শয্যার আইসিইউ কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২১ ১৯:৪৪

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসকসহ ৪৪ জনবল নিয়ে ৬ শয্যার আইসিইউ’র কার্যক্রম শুরু করেছে সাজিদা ফাউন্ডেশন। সোমবার (২৬ জুলাই) দুপুরের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সাজিদা ফাউন্ডেশনের প্রতিনিধিদের কাছ থেকে আইসিইউ’র চিকিৎসা সামগ্রীসহ সবকিছু বুঝে নেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ.এস.এম. মারুফ হাসান।

এসময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.এ.এস.এম.ফাতেহ্ আকরাম, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠ এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি রাজীব হাসান কচি, জিটিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত রহমান এবং সাজিদা ফাউন্ডেশনের কোভিড ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ইউসা ইবনে নাকিব ও আবাসিক মেডিকেল অফিসার ডা.নাফিজ উল্লাহ সানি।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ.এস.এম. মারুফ হাসান বলেন, আইসিইউ সংক্রান্ত বিষয়ে সাজিদা ফাউন্ডেশনের সঙ্গে স্বাস্থ্য বিভাগের দুই মাসের চুক্তি হয়েছে। প্রয়োজনে এর মেয়াদ আরও বাড়তে পারে। আইসিইউ’র জন্য ১০ জন চিকিৎসক, ১৪ জন নার্স, ৭ জন যত্ন নেওয়া সহকারী, ৬ জন পরিচ্ছন্নতাকর্মী, ৩ জন নিরাপত্তা প্রহরী, ৩ জন গ্রাহকসেবী ও একজন হিসাবরক্ষক থাকবে। এছাড়া প্রতিষ্ঠানটি আইসিইউ সংক্রান্ত প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও দিয়েছে। আইসিইউ পরিচালনার ক্ষেত্রে সকল আর্থিক সহায়তাও এ প্রতিষ্ঠানটি বহন করবে।

সারাবাংলা/এসএসএ

আইসিইউ কার্যক্রম চুয়াডাঙ্গা সদর হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর