Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রী সঠিক তথ্য জানলে প্রকল্প বাতিল করবেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২১ ২০:২৭

চট্টগ্রাম ব্যুরো: প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন ১০১ জন পেশাজীবী-সংস্কৃতিকর্মী। বিবৃতিতে তারা বলেছেন, প্রকল্প অনুমোদনের আগে প্রধানমন্ত্রীকে অনেক তথ্যই জানানো হয়নি। প্রধানমন্ত্রী সঠিক তথ্য জানলে অবশ্যই হাসপাতাল নির্মাণের প্রকল্প বাতিল করবেন।

সোমবার (২৬ জুলাই) শিক্ষক-সাংবাদিক, আইনজীবী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১০১ জন ব্যক্তির সম্মিলিত এ বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে এ বিবৃতি বলে এতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে পেশাজীবীরা বলেন, সিআরবি আমাদের শৈশব-কৈশোরের স্মৃতিধন্য স্থান। সিআরবির অনুপম ও প্রশান্ত প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে হাসপাতাল নির্মাণ দেশের সংবিধান ও পরিবেশ আইনের বিরোধী। এটি হঠকারী ও আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা এর তীব্র বিরোধিতা করি। সিআরবি রক্ষা করতে হবে চট্টগ্রামের স্বার্থে। বৃটিশ বিরোধী আন্দোলন আর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য স্থান সিআরবি। সুকৌশলে চট্টগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস মুছে দিতে এখানে হাসপাতাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে।

এতে বলা হয়, সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত সেবামুখী নয়, ব্যবসামুখী। বেনিয়াদের স্বার্থে এই প্রকল্প নেওয়া হয়েছে। এখানে চট্টগ্রামের জনগণের কোনো স্বার্থ নেই। রেলওয়ে কর্তৃপক্ষ এ প্রকলপ নেওয়ার জন্য অনেক তথ্য গোপন করেছে। তারা এখন হাসপাতাল শিরিষতলায় হবে না, গোয়ালপাড়ায় হবে বলে বিভ্রান্তি তৈরি করছে। এরা গণশত্রু। এরাই দেশের শীর্ষজনকে ভুল বুঝিয়ে এই প্রকল্প নিয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, কোনো কোনো রাজনীতিবিদ ইনিয়ে-বিনিয়ে হাসপাতালের পক্ষে অবস্থান নিয়েছে। চট্টগ্রামবাসী তাদের চিহ্নিত করে রাখবে। তাদের অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে। আজ রাজনীতিবিদ, এমপি-মন্ত্রীদের দেশপ্রেমে ঘাটতি আছে বলেই আমলারা তাদের ঘিরে ফেলেছে। রাজনীতিবিদদের উচিত মানুষের কথা শোনা। শহিদের রক্তে রঞ্জিত মাটি নিয়ে যারা ব্যবসা করতে চায়, তারা ভুল করছে। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে প্রতারণা করলে জনগণ তাদের ক্ষমা করবে না।

১০১ জন পেশাজীবী-সংস্কৃতিকর্মীর বিবৃতি বলা হয়, প্রধানমন্ত্রী অদম্য নেত্রী। তিনি চট্টগ্রাম নিয়ে ভাবেন। নিশ্চয়ই তার কাছে এতদিনে চট্টগ্রামবাসীর বার্তা পৌঁছে গেছে। আশা করি, তিনি সঠিক সিদ্ধান্ত দেবেন। প্রধানমন্ত্রীকে অনেক কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রীকে যদি সঠিক তথ্য জানানো যায়, তাহলে তিনি এ প্রকল্প বাতিল করবেন বলেই আমরা বিশ্বাস করি।

বিবৃতিদাতাদের মধ্যে আছেন- বীর মুক্তিযোদ্ধা সিরু বাঙালি, মোজাফফর আহমেদ, মো. ইউনূস ও শহিদ পরিবারের সন্তান গাজী সালেহ উদ্দিন।

শিক্ষকদের মধ্যে আছেন- ইদ্রিস আলী, মনজুরুল আলম, হাসিনা জাকারিয়া বেলা, ফেরদৌস আরা আলীম, আনোয়ারা আলম, মো. সেকান্দর চৌধুরী, মো. জাহাঙ্গীর, মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, জিনোবোধী ভিক্ষু, মাধব দীপ, দবির উদ্দিন আহমদ, আবু তাহের চৌধুরী, রনজিত কুমার নাথ, নূরুল হক সিদ্দিকী, প্রদীপ কানুনগো, সৈয়দ লকিতুল্লাহ ও ভবরঞ্জন বণিক।

কবি-সাহিত্যিকদের মধ্যে আছেন- শিশির দত্ত, অভীক ওসমান, ফাউজুল কবির, সাথী দাশ, রবিউল আলম, অজয় দাশগুপ্ত, আবসার হাবিব, জ্যোতির্ময় নন্দী, রিজোয়ান মাহমুদ, ইউসুফ মুহম্মদ, সঞ্জীব বড়ুয়া ও জামাল উদ্দিন।

সাংবাদিকদের মধ্যে রয়েছেন- আলী আব্বাস, আবু সুফিয়ান, ম. শামসুল হক, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, রাশেদ রউফ, ফারুক ইকবাল, নওশের আলী খান, হাসান আকবর, কামরুল হাসান বাদল, প্রদীপ দেওয়ানজী, মোস্তাক আহমেদ, এজাজ ইউসুফী, রাশেদ মাহমুদ, নাজিমুদ্দিন শ্যামল, রিয়াজ হায়দার চৌধুরী, আবদুল ওয়াজেদ, তপন চক্রবর্তী, রতন কান্তি দেবাশীষ, আসিফ সিরাজ চৌধুরী ফরিদ, হাসান ফেরদৌস, মহসীন কাজী, শুকলাল দাশ, মিন্টু চৌধুরী, ঋত্বিক নয়ন, রমেন দাশগুপ্ত, মহরম হোসেন, পার্থ প্রতীম বিশ্বাস ও আমিনুল ইসলাম মুন্না।

শিল্পী-সংস্কৃতিকর্মীদের মধ্যে আছেন- আহমেদ নেওয়াজ, সাইফুল আলম বাবু, অঞ্চল চৌধুরী, মিহির লালা, সাইফুল আলম চৌধুরী, কল্পনা লালা, দীপক দত্ত, কুন্তল বড়ুয়া, আবদুল হালিম দোভাষ, রাশেদ হাসান, রোসাঙ্গির বাচ্চু, শরীফ চৌহান, আলাউদ্দিন তাহের, মুনীর হেলাল, শীলা দাশগুপ্তা, সুনীল ধর, আনোয়ার হোসেন পিন্টু, আ ফ ম মোদাচ্ছের আলী, প্রণব চৌধুরী, কাবেরী সেনগুপ্ত, জেসমিন সুলতানা পারু, শৈবাল চৌধুরী, কমল সেনগুপ্ত, মানসী দাশ তালুকদার, প্রমা অবন্তী, শাহআলম নিপু ও অভিজিৎ সেনগুপ্ত।

এছাড়া প্রকৌশলী প্রবীর কুমার সেন ও স্থপতি আশিক ইমরান, আইনজীবীদের মধ্যে ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, এ এইচ এম জিয়াউদ্দিন, মুজিবুল হক ও ইফতেখার সাইমুল চৌধুরী, চিকিৎসক এ কিউ এম সিরাজুল ইসলাম, মিনহাজুর রহমান ও সরফরাজ খান বাবুলের নাম বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

সিআরবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর