Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৯৯ এ ফোন কলে উদ্ধার হলো অজগর সাপ

সারাবাংলা ডেস্ক
২৬ জুলাই ২০২১ ২২:১৩

‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে এক কলারের ফোন কলে একটি অজগর সাপ উদ্ধার করেছে নরসিংদীর মাধবদী থানা পুলিশ ও মাধবদী বনবিভাগ।

সোমবার (২৬ জুলাই) ২০২১ দুপুর সাড়ে তিনটায় নরসিংদীর মাধবদী থানাধীন পাথরপাড়া ইউনিয়নের মেহেরপাড়া থেকে রাকিব নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান সেখানে বিলে মাছ ধরার সময় জেলেদের জালে ১০/১২ হাত লম্বা একটি অজগর সাপ আটকে যায়। জেলেরা জাল থেকে সাপটিকে ছাড়াতে না পেরে ডাঙ্গায় তুলে এনেছে।

এলাকার বাসিন্দারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, তারা যে কোনো সময় পিটিয়ে সাপটিকে মেরে ফেলতে পারে। কলার ৯৯৯ এর কাছে সাপটিকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি মাধবদী থানা পুলিশ ও বনবিভাগকে জানিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়।

সংবাদ পেয়ে মাধবদী থানা পুলিশের একটি দল ও বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যায়।

পরে মাধবদী থানার এস আই আবু সিদ্দিক ও ৯৯৯ কে ফোনে জানান বনবিভাগের কর্মীরা নিরাপদে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে গেছে, প্রাথমিক শুশ্রুষা শেষে সাপটিকে জঙ্গলে অবমুক্ত করা হবে।

সারাবাংলা/একে

৯৯৯ জরুরি সেবা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর