জিন ছাড়াতে গিয়ে কৃষককে গলাটিপে হত্যা, ২ ফকির আটক
২৭ জুলাই ২০২১ ১০:১০
বরিশাল: জিন ছাড়ানোর সময় বরিশালের হিজলায় রাসেল ঘরামি (২৮) নামের এক কৃষককে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক রাসেল ওই গ্রামের আলমগীর ঘরামির ছেলে।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে কৃষকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর আগ, সোমবার সন্ধ্যায় কৃষকের মরদেহ উদ্ধার করে হিজলা থানা পুলিশ।
এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী জিন ছাড়াতে আসা দুই ফকির ইসমাইল শেখ ও ইমরান শেখকে আটক করেছে। তাদের বাড়ি উপজেলার গৌরবদী ইউনিয়নের বিছর গ্রামে। আটকের পর ওই দু’জনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ কৃষক রাসেলের চিকিৎসায় তার বাড়িতে এসেছিলেন ওই দুই ফকির। জিনের কারণে সে সুস্থ হচ্ছে না বলে সবাইকে জানায় তারা। এরপর জিন থেকে রাসেলকে মুক্ত করার জন্য দুই ফকির মিলে তার গলা টিপে ধরেন। এতে রাসেলের মৃত্যু হয়। রাসেলের মৃত্যুর খবরে ওই দুইজনকে আটক করেন গ্রামবাসী।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, জিন ছাড়ানোর নামে ওই যুবককে গলাটিপে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় দুই ফকিরকে আটক করে স্থানীয়রা। তাদের থানায় নিয়ে আসা হয়েছে। একইসঙ্গে রাসেলের লাশও থানায় রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারাবাংলা/এমও