Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

’যারা মু‌ক্তিযুদ্ধ‌কে ধারণ ক‌রে না, তারা কেন নির্বাচ‌নে আস‌বে’


৩১ মার্চ ২০১৮ ২৩:০২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আজ দেশে মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় না থাকলে, কোনো শক্তিই থাকবে না। বিরোধী কোনো দল যদি ক্ষমতায় থাকে তাকেও মুক্তিযুদ্ধের শক্তি হতে হবে, বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

শ‌নিবার সন্ধ্যায় শিল্পকলা একা‌ডে‌মি‌র সঙ্গীত ও নৃত্যশালা মিলনায়োতনে আয়োজিত ‘জা‌তীর পিতা বঙ্গবন্ধুর শুভ জন্ম‌দিন এবং মহান স্বাধীনতা দিবস’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা বাংলা‌দেশ‌কে, মু‌ক্তিযুদ্ধ‌কে ম‌নে ধারণ ক‌রে না; তারা কেন নির্বাচ‌নে আস‌বে। মু‌ক্তিযু‌দ্ধের প‌ক্ষের শ‌ক্তি না হ‌লে তারা দে‌শেই বা কেন থাক‌বে। বাংলা‌দে‌শের ক্ষমতায় অবশ্যই মু‌ক্তিযু‌দ্ধের প‌ক্ষের শ‌ক্তিকে আস‌তে হ‌বে, বি‌রোধী শ‌ক্তি‌কেও মু‌ক্তিযু‌দ্ধের প‌ক্ষের হ‌তে হ‌বে।’

আসাদুজ্জামান নূর ব‌লেন, ‘বঙ্গবন্ধু ও বাংলা‌দে‌শের ইতিহাস ওতপ্রোতভা‌বে জ‌ড়িত। তি‌নি সাধারণ মানুষ‌কে রাজনী‌তির স‌ঙ্গে সম্পৃক্ত ক‌রে‌ছি‌লেন। এর আ‌গে শুধু সম্ভ্রান্ত প‌রিবা‌রের সদস্যরাই রাজনী‌তির সবকিছু ছি‌লেন। কিন্তু বঙ্গবন্ধুই সারা‌দে‌শের মানুষ‌কে একত্র ক‌রে‌ছি‌লেন। তার ডা‌কে বাংলা‌দে‌শের মানুষ মু‌ক্তিযু‌দ্ধে ঝা‌পি‌য়ে প‌ড়ে নি‌জে‌দের তাজা রক্ত ঢে‌লে দি‌য়েছেন।’

‘কিন্তু আজ অনেকে ভুল তথ্য দি‌য়ে জা‌তি‌কে বিভ্রান্ত করার চেষ্টা কর‌ছে। তারা ইতিহাস বিকৃ‌তির চেষ্টা কর‌ছে। বঙ্গবন্ধুর ৭ মা‌র্চের ১৯ মি‌নি‌টের ভাষ‌ণে কী নেই। ১০০ বছ‌রের ইতিহাস বলা আছে ওই ভাষ‌ণে। বি‌ভিন্ন দিক নি‌র্দেশনা আছে ওই ভাষ‌ণে। এক‌টি গে‌রিলা যু‌দ্ধের জন্য কী কী প্রস্তু‌তি প্রয়োজন তার সবই ছিলো ওই ভাষ‌ণে। ৭ মা‌র্চের ভাষণ ছিলো স্বাধীনতার ঘোষণা।

সংস্কৃতিমন্ত্রী বলেন, আমা‌দের বা‌ড়ি উত্তরব‌ঙ্গে। সেই চট্টগ্রা‌মে কালুরঘাট বেতার কেন্দ্র থে‌কে কী ঘোষণা এসেছিলো; তা তো আমরা শুন‌তে পাই নি। আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শু‌নে‌ছি। কালুরঘাট বেতার কেন্দ্রে কে বা কারা ছিলো তা আমরা শুন‌তে পাই নি।

‌মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের পথ সুগম নয় জানিয়ে তিনি বলেন, সম্প্রতি ড. জাফর ইকবা‌লের উপর হামলা হ‌য়ে‌ছে। ৭১-এ যারা যুদ্ধাপরাধী, যারা বঙ্গবন্ধুর খু‌নি; তারাই ৬৪ জেলায় বোমা বিস্ফোরণ ঘ‌টি‌য়ে‌ছে, ২১ আগস্ট গ্রে‌নেড হামলা ক‌রে‌ছে, হ‌লি আর্টিজানে হামলা করেছে, লেখক-প্রকাশক‌দের উপর হামলা ক‌রেছে। তারা এখনও মা‌ঠে আছে। তাই আমা‌দের আত্মতৃ‌প্তি‌তে ভোগার সু‌যোগ নেই।‌

সারাবাংলা/এসআর/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর