Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি জাহাজের তেল খোলাবাজারে, গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২১ ১৩:১৭

চট্টগ্রাম ব্যুরো : বিদেশি জাহাজ থেকে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ করে খোলাবাজারে বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের হেফাজত থেকে দুই হাজার ৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিমানবন্দর সড়ক থেকে তাদের গ্রেফতার ও তেল জব্দ করা হয়েছে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মিন্টু বড়ুয়া (৩০) ও মো. শওকত (৩৬)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা জ্বালানি তেলের মধ্যে ডিজেল, অকটেন ও মবিল আছে। চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে আসা বিদেশি জাহাজ থেকে একটি চক্র জ্বালানি তেলগুলো সংগ্রহ করে। শুল্ক ফাঁকি দিয়ে সেই তেল দেশের বাজারে সরবরাহ করে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বিমানবন্দর সড়কে বিক্রির উদ্দেশে ডিজেল, অকেটন ও মবিলগুলো রাখার পর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ কর হয়েছে।

সারাবাংলা/আরডি/এএম

জাহাজের তেল টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর