Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক বছর পর হটলাইন সেবা চালু করল উত্তর-দক্ষিণ করিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২১ ১৪:০৫

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া নিজেদের মধ্যে যোগাযোগের জন্য পুনরায় হটলাইন সেবা চালু করেছে। গত বছরের জুনে এই যোগাযোগ বন্ধ করে দেয় পিয়ংইয়াং। খবর বিবিসি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, উভয় দেশের নেতা নিজেদের মধ্যে বিশ্বাস পুনরায় স্থাপন ও সম্পর্ক উন্নয়নে রাজি হয়েছেন।

এক বিবৃতিতে জানানো হয়, গত এপ্রিল থেকে দুই দেশের নেতা নিজেদের মধ্যে একাধিক চিঠি আদান-প্রদান করেছেন।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দুই দেশের শীর্ষ নেতাদের সমঝোতা অনুযায়ী মঙ্গলবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার যোগাযোগ লাইন পুনরায় পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করেছে।

দুই শীর্ষ নেতা নিজের মধ্যকার পারস্পরিক বিশ্বাস পুনরুদ্ধার এবং সম্পর্ক শক্তিশালী করতে বড় ধরনের উদ্যোগ নেওয়ার বিষয়ে সম্মত হন বলেও জানিয়েছে বার্তা সংস্থা কেসিএনএ।

এর আগে ২০২০ সালে জুনে হটলাইন কেটে দেয় উত্তর কোরিয়া। দুই দেশের শীর্ষ সম্মেলন ব্যর্থ সম্পর্কের অবনতি হলে এই সিদ্ধান্ত নেয় উত্তর কোরিয়া। এর কিছু দিন পর দুই দেশের সীমান্তে এই অফিস বোমা মেরে উড়িয়ে দিয়েছিল উত্তর কোরিয়া। যা দুই দেশের মধ্যকার যোগাযোগ বৃদ্ধির জন্য নির্মাণ করা হয়েছিল।

সারাবাংলা/এনএস

উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া হটলাইন সেবা

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর