Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে ছুরিকাঘাতে যুবক খুন


৩১ মার্চ ২০১৮ ২২:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসেপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের এডিসি বিহারী ক্যাম্পে রুবেল হোসেন (৩৫) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন।

শনিবার (৩১মার্চ) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেল, মিরপুর ১১ নম্বর সেকশনের এডিসি বিহারী ক্যাম্পের আব্দুর রবের ছেলে। সে স্থানীয় একটি কসাইয়ের দোকানে কাজ করতেন।

রাসেলের বন্ধু সাদিক জানান, শনিবার সন্ধ্যায় বন্ধু সাদিকসহ তারা দু’জন এলাকার নিউ সোসাইটি মার্কেটের তৃতীয় তলায় যায় মাদক সেবনের জন্য। মাদক সেবনের সময় স্থানীয় ইমরানসহ ৪জন এসে রুবেলকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তর জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/ এসআরএস/ এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর