Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ কোটি টাকার সোনাসহ গ্রেফতার মহিনউদ্দিন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২১ ১৭:১৭

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭টি সোনারবারসহ গ্রেফতার মহিনউদ্দন নামে এক যাত্রীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার সাব ইন্সপেক্টর মো. মোহেদী হাসান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ জুলাই আসামি মহিনউদ্দিন কাছ থেকে ৩৭টি সোনার বার (৪ কেজি ২৯২ গ্রাম) উদ্ধার করে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টিম। উদ্ধার সোনার বারগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। জানা যায়, রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৪০৪০ ফ্লাইটের যাত্রী মহিনউদ্দিনের কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করে।

এদিকে বিমানবন্দর থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি মোহাম্মদ জাহাঙ্গীর গাজীকে (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।

আসামির বিরুদ্ধে ঢাকা বিমানবন্দর হতে আড়াই কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা প্রচারের অভিযোগে আনা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার সাব ইন্সপেক্টর মো. কবির হোসেন আসামি জাহাঙ্গীরকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

এ সময় দুই আসামির পক্ষের কোন আইনজীবী ছিল না।

সারাবাংলা/এআই/পিটিএম

রিমান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর