Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে কোভিডজনিত ২০ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২১ ১৭:৪৫

বরিশাল: সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে বিভাগে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। এছাড়াও, পটুয়াখালীতে দুই জন, পিরোজপুরে চার জন, বরগুনায় দুই জন এবং ঝালকাঠিতে একজনসহ মোট নয়জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যু ৪৩৭ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

বিজ্ঞাপন

একই সময়ে নতুন করে ৮২২ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৫৭৪ জনে।

অন্যদিকে, এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ২৮৬ জন। আক্রান্ত সংখ্যায় বরিশালে নতুন ২৯৩ জন নিয়ে মোট ১২ হাজার ৯৭৭ জন, পটুয়াখালীতে নতুন ১১৭ জন নিয়ে মোট তিন হাজার ৭৮৩ জন, ভোলায় নতুন ১২০ জন নিয়ে মোট তিন হাজার ২২৬ জন, পিরোজপুরে নতুন ১৩৫ জন নিয়ে মোট চার হাজার ১৪১ জন, বরগুনায় নতুন ৮৮ জন নিয়ে মোট আক্রান্ত দুই হাজার ৬৭৪ জন এবং ঝালকাঠিতে নতুন ৬৯ জন নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে তিন হাজার ৭৭৩ জনে।

শেবাচিম হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা আইসোলেশন ওয়ার্ডে ২২ জন ও করোনা ওয়ার্ডে ২৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখনো ২৫৭ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১০৩ জন করোনা ওয়ার্ডে এবং ১৫৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/একেএম

কোভিডজনিত মৃত্যু বরিশাল বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর