Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজিবাইক শ্রমিকদের মুখ হাসি ফোটাল নড়াইল জেলা পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২১ ১৮:৪৪

নড়াইল: জেলায় বিধিনিষেধে আইন অমান্যকারী ৫০টি ইজিবাইক ৩ দিন আটকে রাখার পর ইজিবাইক শ্রমিকদের মুখে হাসি ফুটিয়ে তুলতে ও তাদের পরিবার নিয়ে ঘরে থাকতে পুলিশ সুপারের উদ্যোগে ১৪ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে রূপগঞ্জ ট্রাফিক পুলিশ ফাঁড়িতে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম( বার), অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, ডিবি ওসি সুকান্ত শাহা, পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা। এসময় পুলিশ সুপার সকলের কাছে বিধিনিষেধ বাস্তবায়নের জন্য সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ইজিবাইক শ্রমিকরা বিধিনিষেধ অমান্য করে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলের কারণে তদের ইজিবাইক আটক রাখা হয়েছিল। তাদের পরিবার পরিজন নিয়ে বিধিনিষেধে ঘরে থাকার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসএ

জেলা পুলিশ নড়াইল নড়াইল জেলা পুলিশ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর