Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালের ‘প্রস্তাবিত স্থানে’ হঠাৎ গভীর নলকূপ, এলাকায় উত্তেজনা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২১ ২০:৩৫

চট্টগ্রাম ব্যুরো: প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত চট্টগ্রামে সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে প্রস্তাবিত রেলওয়ের জায়গায় একটি গভীর নলকূপ স্থাপন নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। আন্দোলনকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় লোকজন নলকূপ স্থাপনের খবর পেয়ে সেখানে যান এবং এর প্রতিবাদ জানান। তাদের দাবি, হাসপাতাল নির্মাণের অনুমোদন পাওয়া ইউনাইটেড গ্রুপ গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি রেলওয়ের নিজস্ব প্রকল্প।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে নগরীর এনায়েতবাজার ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকায় রেলওয়ের শহীদ আব্দুর রব কলোনি সংলগ্ন এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজের তথ্য ছড়িয়ে পড়ে। এরপর সেখানে জড়ো হন আন্দোলনকারী সংগঠনগুলোর প্রতিনিধিসহ স্থানীয় কয়েকশ মানুষ।

ঘটনাস্থলে যাওয়া নাগরিক সমাজের সংগঠক সাংবাদিক নেতা মহসীন কাজী সারাবাংলাকে বলেন, ‘যে এলাকায় গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে, রেলওয়ের বক্তব্য সেটি হাসপাতাল নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা। সেই জায়গা যদি হাসপাতালের জন্য ইজারা দেওয়া হয়, তাহলে সেখানে রেলওয়ে নলকূপ স্থাপন করছে, এমন বিশ্বাস করার কোনো যুক্তি নেই। বরং হাসপাতাল নির্মাণের অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানই সেখানে নলকূপ স্থাপন করছে, এমনটা ধরে নেওয়ার জোরালো ভিত্তি আছে। সেজন্যই আমরা খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। আমরা প্রতিবাদ জানিয়েছি।’

চট্টগ্রাম ওয়াসার পরিচালনা পর্ষদের সদস্য মহসীন কাজী আরও বলেন, ‘চট্টগ্রাম শহরে গভীর নলকূপ স্থাপন করতে হলে অবশ্যই ওয়াসার অনুমোদনের প্রয়োজন আছে। আমি ওয়াসার এমডিকে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন, কোনো অনুমোদন নেওয়া হয়নি। তাহলে এই নলকূপ অবশ্যই অবৈধ। আগামীকাল (বুধবার) ওয়াসার টিম সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবে।’

জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের এনায়েতবাজার ওয়ার্ডের কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু সারাবাংলাকে বলেন, ‘সিআরবি পুলিশ ফাঁড়ির পেছনে বন্দর চেয়ারম্যানের বাংলোর সীমানা দেওয়ালের সঙ্গে লাগোয়া স্থানে গভীর নলকূপ বসানো হচ্ছে। ঈদুল আজহার বন্ধের মধ্যে এটার কাজ শুরু হয়েছে বলে আমাকে এলাকাবাসী জানিয়েছেন। আর জায়গাটা হচ্ছে ইউনাইটেড গ্রুপের হাসপাতাল নির্মাণের জন্য যে জায়গা রেল বরাদ্দ দিয়েছে, সেই জায়গা। আমি জানতে পেরেছি, ইউনাইটেড গ্রুপই এই নলকূপ স্থাপন করছে। এটা নিয়ে আমার এলাকার মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে। এমনিতেই হাসপাতাল নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে। এলাকার মানুষের প্রতিনিধি হিসেবে আমি চাই, এভাবে লুকোচুরি করে কোনো কাজ না করে আলাপ-আলোচনার মাধ্যমে যেন সমাধান হয়।’

গত কয়েকদিন ধরেই সিআরবি’তে হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ

জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম সারাবাংলাকে বলেন, ‘এটি রেলওয়ের পুরনো একটি প্রকল্পের আওতায় স্থাপন করা হচ্ছে। হাসপাতাল নির্মাণের কোনো কাজ নয়। ডিপ টিউবওয়েল নির্মাণের জন্য জায়গাটি আগে থেকেই নির্ধারণ করা ছিল।’

উল্লেখ্য, সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের আওতায় সিআরবিতে হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্ব পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড। ৪০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে এই প্রকল্পের জন্য। প্রকল্পের মেয়াদ ১২ বছর।

দুই বছর আগে প্রকল্পটি অনুমোদনের বিষয়টি প্রকাশ পেলে চট্টগ্রামে বিভিন্ন নাগরিক ও পেশাজীবী সংগঠন আন্দোলনে নেমেছিল। সম্প্রতি গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরুর বিষয়টি উঠে এলে আবারও সোচ্চার হন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন এবং চট্টগ্রামের ১৭ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়ে সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংসের এই প্রক্রিয়া রুখে দাঁড়ানোর আহ্বান জানালে রাস্তায় নামে মানুষ। এরপর থেকে ধারাবাহিকভাবে সিআরবি এলাকায় নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে।

চট্টগ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের প্রতিবাদের মধ্যে হাসপাতাল নির্মাণের বিষয়ে জানতে চাইলে রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘এটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেওয়া একটি প্রকল্প। ভূমি যেহেতু রেলওয়ের, সেজন্য রেল কর্তৃপক্ষ এখানে অন্তর্ভুক্ত হয়েছে। এখন মানুষ প্রতিবাদ করছে। কিন্তু চুক্তি বাতিল কিংবা হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া বন্ধের এখতিয়ার তো রেল কর্তৃপক্ষের নেই। এই সিদ্ধান্ত উর্দ্ধতন পর্যায় থেকে আসতে হবে।’

চট্টগ্রামের মানুষের প্রতিবাদের বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ে কোনো মতামত পাঠিয়েছেন কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মতামত দেওয়ার কিছু নেই। আমার কাছ থেকে কোনো মতামতও চাওয়া হয়নি। সার্বিক বিষয় নিশ্চয় তারা অবগত আছেন। এখন তারা যে সিদ্ধান্ত নেবেন, রেলওয়ে সেটাই বাস্তবায়ন করবে।’

সিআরবি’তে হাসপাতাল নির্মাণ উদ্যোগের প্রতিবাদ

১২৫ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিবৃতি

এদিকে, নাগরিক আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার দেশের ১২৫ জন শীর্ষস্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা সিআরবির মতো ঐতিহাসিক এলাকায় হাসপাতাল স্থাপনের প্রক্রিয়ায় বিস্ময় প্রকাশ করেছেন। তারা এ ধরনের পরিকল্পনা বাতিল করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের প্রস্তাবিত স্থানে অথবা শহরের অন্য কোনো স্থানে হাসপাতাল নির্মাণের আহ্বান জানিয়েছেন।

বিবৃবিতে রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, মফিদুল হক, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুছ, কেরামত মওলা, আশরাফুল আলম, মিলন কান্তি দে, ঝুনা চৌধুরী, হাসান আরিফ, নিগার চৌধুরী, মিজানুর রহমান, শেখ মাহফুজুর রহমান, আহমদ গিয়াস, আহকাম উল্লাহ, নাদের চৌধুরী, আসলাম সানিসহ সংস্কৃতি অঙ্গনের ১২৫ জনের নাম উল্লেখ আছে।

ছাত্র ইউনিয়নের বিবৃতি

সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অ্যানি সেন ও সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। বিবৃতিতে তারা বলেন, ‘জনবিক্ষোভের পরও হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তে অনড় থাকার প্রধান উদ্দেশ্যই হলো বাণিজ্য। সরকার এর আগেও সুন্দরবন, মহেশখালীসহ সারাদেশের বিভিন্ন জায়গায় উন্নয়নের নামে প্রকৃতি ও পরিবেশ বিধ্বংসী প্রকল্প অনুমোদন করেছে। সিআরবিতে বেসরকারি হাসপাতালের প্রস্তাবনা মূলত এরই ধারাবাহিকতা মাত্র।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘শত বিলুপ্ত প্রজাতির উদ্ভিদের অভায়রণ্য সিআরবি চটগ্রামের প্রাকৃতিক অক্সিজেন প্ল্যান্ট। ব্রিটিশবিরোধী সংগ্রামের সূতিকাগার সিআরবিকে সংরক্ষণের উদ্যোগ না নিয়ে উল্টো একাত্তরের রণাঙ্গনের শহিদের কবর, শহিদের নামে কলোনি, শহিদের নামে যে সড়ক, সেই জমি তারা বেসরকারি হাসপাতালকে বরাদ্দ দিয়েছে। এটি দেশের স্বাধীনতা সংগ্রামে শহিদদের প্রতি চরম অবমাননা। ছাত্র ইউনিয়ন দৃঢ়ভাবে বলতে চায়, সিআরবিতে কেবল হাসপাতাল নয়, কোনো ধরনের স্থাপনাও করতে দেওয়া হবে না। হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করা না হলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে দাবি আদায় করবে।’

সারাবাংলা/আরডি/টিআর

গভীর নলকূপ টপ নিউজ সিআরবি হাসপাতালের স্থান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর