Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে মেডিকেল অক্সিজেনের দ্বিতীয় চালান দেশের পথে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২১ ১৯:৩১

ঢাকা: ভারতীয় রেলের আরও একটি অক্সিজেন এক্সপ্রেস ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) দ্বিতীয় চালান নিয়ে বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনার মঙ্গলবার (২৭ জুলাই) জানিয়েছে, এদিন ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কনটেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে গেছে।

বিজ্ঞাপন

ভারতীয় হাইকমিশন বলছে, এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের মজুত উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। এর মাধ্যমে মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত।

এর আগে, গত শনিবার (২৪ জুলাই) ভারত থেকে ২০০ মেট্রিক টন মেডিকেল অক্সিজেনের প্রথম চালান বাংলাদেশে আসে। অক্সিজেন এক্সপ্রেসে করে দেশে আসা অক্সিজেন আনলোড করা হয় সিরাজগঞ্জে। পরে সেখান থেকে ট্যাংক লরিতে করে সেই অক্সিজেন ঢাকায় আনা হয়েছে।

ছবি: সিরাজগঞ্জে আনলোড হচ্ছে প্রথম চালানের অক্সিজেন

সারাবাংলা/জেআইএল/টিআর

অক্সিজেন এক্সপ্রেস ভারতীয় হাইকমিশন মেডিকেল অক্সিজেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর