আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
২৮ জুলাই ২০২১ ১৭:৩৭
বগুড়া: জেলা শহরের উপকণ্ঠে ফাঁপোর এলাকায় প্রকাশ্যে মমিনুল ইসলাম রকি (২৭) নামে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ককে খুন করা হয়েছে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে তৎপর ছিলেন।
মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাতে হামলাকারী সন্ত্রাসীরা তাকে রাস্তার পাশে কুপিয়ে হত্যা করে। বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, ফাঁপোর ইউনিয়নের মন্ডল পাড়ার সিরাজুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম মঙ্গলবার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় হাটখোলা এলাকায় রাস্তার পাশে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় ১০/১৫ জনের সন্ত্রাসী তাকে ঘিরে ধরে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপায়। উপর্যপরি কোপানোর পর হামলাকারীরা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে।
রাত ১০টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুদের টাকা আদায় নিয়ে একই এলাকার গাউসুল নামে এক যুবকের সঙ্গে তার বিরোধ দেখা দিয়েছিলো। গাউসুল একসময় তার সঙ্গেই থাকতো। সুদের টাকা আদায় সংক্রান্ত বিরোধের সঙ্গে অন্য কোনো ঘটনা হত্যাকাণ্ডের মোটিভ কি না, সে বিষয়ে তদন্ত চলছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, হত্যাকারীদের মধ্যে আট জনকে চিহ্নিত করা হয়েছে। রাতে অভিযান চালিয়ে প্রত্যেকের বাড়িই তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এরা সবাই ফাঁপোর এলাকার বাসিন্দা।
তিনি আরও জানান, মৃত মমিনুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ৪/৫টি মামলা রয়েছে।
অন্যদিকে, আওয়ামী লীগ বগুড়া সদর শাখার সভাপতি ও বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক রকির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বলেছেন, হত্যাকারীরা মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কারবারের সঙ্গে জড়িত।
সারাবাংলা/একেএম