Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাসানচরে রোহিঙ্গা যুবকের মরদেহ, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২১ ১৭:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের অধিবাসী মোহাম্মদ আবদুস শুক্কুর (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে, এ ঘটনায় জড়িত সন্দেহে আরও চার রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেঃ ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের সফি উল্যাহর ছেলে ওমর হাকিম ফারুক (১৯), হাফেজ আহম্মদের ছেলে মো. সেলিম (২০), মৃত আবু তালেবের ছেলে মো. রফিক ওরফে আইয়ুব (২২) এবং জামাল হোসেনের ছেলে মো. কামাল (২৫)।

বুধবার (২৮ জুলাই) দুপুরে তাদেরকে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ভাসানচর থানা পুলিশ।

এ ব্যাপারে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মৃতের বাবা আলী মিয়া বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, ২৬ জুলাই সকাল বেলা ফারুক, সেলিম, আইয়ুবসহ ৮-১০ জন যুবক শুক্কুরকে গাছ কাটতে নিয়ে যায়। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ভাসানচরের উত্তর-পূর্ব এলাকার সাগরের কুলে শুক্কুরের মরদেহ ভেসে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

সারাবাংলা/একেএম

ভাসানচর রোহিঙ্গা যুবকের মরদেহ