আমি লিডার নই, ক্যাডার: মমতা ব্যানার্জি
২৮ জুলাই ২০২১ ১৯:৩৯
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপিকে হারাতে বিরোধীদের একজোট হওয়ার উপর গুরুত্বারোপ করেছেন। তবে নিজে বিরোধীশক্তির প্রধান নেতা হওয়ার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। বুধবার (২৮ জুলাই) দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেছেন, ‘আমি লিডার নই, আমি ক্যাডার। আমি সাধারণ কর্মী। কর্মী হিসেবেই কাজ করতে চাই’। হিন্দুস্তান টাইমসের খবর।
বুধবার মমতা ব্যানার্জি ভারতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভুমিধস জয়ের পর কংগ্রেসের সঙ্গে মিলে বিজেপিবিরোধী শক্তিশালী জোট গঠনের আলোচনার মধ্যেই তাদের এ বৈঠক অনুষ্ঠিত হলো। এবার তিন নেতার বৈঠকে বিরোধী জোট গঠনের পালে আরও হাওয়া লাগল।
সোনিয়া- রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ব্যানার্জি। এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে চায়ের আমন্ত্রণ করেছিলেন সোনিয়াজি। সেখানে রাহুলজিও ছিলেন। ভালো ও ইতিবাচক একটি সাক্ষাত হয়েছে। বিরোধীশক্তিকে ঐক্যবদ্ধ করা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পেগাসাস এবং কোভিড পরিস্থিতি নিয়েও কথা হয়েছে।’
পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে জয়ের পর ভারতের রাজনীতিতে বিরোধীশক্তির অন্যতম মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন মমতা ব্যানার্জি। রাজ্যে নতুন সরকার গড়ে প্রথম দিল্লি সফরে একাধিক জাতীয় নেতার সঙ্গে সাক্ষাত করেছেন মমতা। তবে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে তার সাক্ষাত ছিল বিরোধী রাজনৈতিক মহলে বহুল কাঙ্ক্ষিত।
সর্বভারতে বিরোধীশক্তির প্রধান নেতা হিসেবে মমতাই নেতৃত্ব দেবেন বলে ভারতের রাজনীতিতে আলোচনা রয়েছে। তবে এদিন বিরোধী জোটের নেতা কে হবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মমতা ব্যানার্জি বলেন, ‘কেউ একজন হবেন, তাকে আমি সমর্থন দেব। আমি সাধারণ কর্মী। কর্মী হিসেবেই কাজ করতে চাই।’
এসময় তিনি ক্ষমতাসীন বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গোটা দেশে খেলা হবে, এটি একটি চলমান প্রক্রিয়া। যখন লোকসভা নির্বাচন আসবে তখন মোদি বনাম দেশের খেলা হবে।’
সারাবাংলা/আইই