Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ফের একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২১ ১১:৪৩

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে আবারও একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৩১৫ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একইসময়ে করোনায় আক্রান্ত অবস্থায় মারা গেছেন ১৭ জন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়, আগেরদিন বুধবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৩ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩১৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীর ৮৫৮ জন এবং ৪৫৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সংক্রমণের হার ৩৭ দশমিক ৪১ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে ফটিকছড়িতে। এদিন ফটিকছড়িতে ৭৮ জন, রাউজানে ৬৯ জন, রাঙ্গুনিয়ায় ৪২ জন, আনোয়ারায় ৪১ জন, লোহহাগাড়ায় ৩৭, হাটহাজারীতে ৩৫, পটিয়ায় ৩৩, বোয়ালখালীতে ৩২, সাতকানিয়ায় ২৭, বাঁশখালীতে ২৫, সীতাকুণ্ডে ১৭, সন্দ্বীপে ১৩, মীরসরাইয়ে ৭ জন ও চন্দনাইশে একজন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

২০২০ সালে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর একদিনে এত আক্রান্ত শনাক্ত হয়নি। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জন নগরীর এবং ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এ পর্যন্ত ৭৯ হাজার ৭৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীর বাসিন্দা ৫৯ হাজার ৮২২ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৯ হাজার ৯২৯ জন। করোনায় এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন মোট ৯৪৯ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৬৯ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৩৮০ জন।

সারাবাংলা/আরডি/এএম

করোনাভাইরাস চট্টগ্রাম টপ নিউজ শনাক্তের রেকর্ড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর