Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসই’র লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়াল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২১ ১৫:৫০

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। টানা পাঁচ কার্যদিবস ডিএসই’র লেনদেন দেড় হাজার কোটি টাকার নিচে থাকলেও বৃহস্পতিবার (২৯ জুলাই) তা বেড়ে এক হাজার ৫২১ কোটি টাকায় উন্নীত হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের পাশাপাশি বেড়েছে সব সূচক।

বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে ৩৭৪টি কোম্পানির ৫০ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ৬১৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১৬৭টির এবং ৪৮টির শেয়ারের দাম অপরিবর্তিত আছে। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৫২১ কোটি ৩১ লাখ টাকা। আগের দিন বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৬০ কোটি ৮৯ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২৫ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএসই শরিয়া সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০১ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২৭ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১৫টি কোম্পানির ১ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৩৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ৪৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৬৮ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৩৫ পয়েন্টে অবস্থান করছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর