কদমতলীতে পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার দুই
২৯ জুলাই ২০২১ ১৭:০০
ঢাকা: রাজধানীর কদমতলী মুরাদপুরে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন। বুধবার মধ্যরাতে ওই গার্মেন্টস কর্মীকে শারীরিক পরীক্ষার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপতালে (মিটফোর্ড) পাঠানো হয়।
কদমতলী থানার ওসি জানান, ১৯ বছরের ওই গার্মেন্টস কর্মীকে গত ২৭ তারিখ সন্ধ্যায় তার পূর্বপরিচিত আকাশ (২০) নামের এক যুবক মোবাইলে ফোন দিয়ে ডেকে নেয়। এরপর সেখান থেকে তাকে মুরাদপুর একটি বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে তাকে দলবেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ৬ জনকে আসামি করে থানায় একটি মামলা করা করেছে। এদের মধ্যে চারজনের নাম আছে দু’জন অজ্ঞাত। আসামিদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ঘটনার পরপরই সেখান থেকে ট্রিপল নাইনে কল পেয়ে রাতেই ভিকটিমকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরে ভিকটিম নিজেই বাদী হয়ে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।
ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। পলাতক চার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এসএসআর/এমও