Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণাধীন ভবনে প্রহরীর লাশ, পুলিশের ধারণা ‘খুন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২১ ১৮:৪০

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাকে খুন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শীতলঝর্ণা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মৃত জহির উদ্দিনের (৬৮) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং গয়ালমারা এলাকায়। নগরীর শীতলঝর্ণা আবাসিক এলাকায় জাফর টাওয়ার নামে একটি বহুতল ভবনের নিরাপত্তা কর্মী হিসেবে তিনি কর্মরত ছিলেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘জাফর টাওয়ারের পাশে আরেকটি ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে লিফট স্থাপনের জন্য খোঁড়া গর্তে পানি জমে আছে। সকাল ১১টার দিকে স্থানীয়রা সেই পানিতে জহিরের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। স্থানীয়রা জানিয়েছেন, গত (বুধবার) রাত ১২টার দিকে তাকে জাফর টাওয়ারের নিচে দায়িত্বরত দেখা গেছে। এরপর সকালে তার লাশ পাওয়া গেছে। কেউ তাকে খুন করতে পারে। আবার নির্মাণাধীন ভবনের ওপর থেকে গর্তে পড়েও মারা যেতে পারেন। আমরা তদন্ত করে দেখছি।’

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে বলেন, ‘কানের ওপরে এবং মাথায় জখমের চিহ্ন আছে। মনে হচ্ছে, তাকে কেউ আঘাত করে খুন করেছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এবং তদন্তে বিষয়টি পরিস্কার হবে।’

সারাবাংলা/আরডি/একে

খুন চট্টগ্রাম টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর