Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ সুদানে সংঘর্ষে নিহত ১৭০


১৩ ডিসেম্বর ২০১৭ ০৯:৪৩

সারাবাংলা ডেস্ক

দক্ষিণ সুদানে দু’টি উপগোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭০ জন মানুষ নিহত হয়েছে। ঘটনায় ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছে। দেশটির একজন সাংসদ ধারুয়াই মাবর টেনি এ খবর নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

তিনি জানান, বুধবার (৬ ডিসেম্বর) থেকে দক্ষিণ সুদানের পশ্চিমের লেক অঞ্চলে এই সংঘর্ষ শুরু হয়।
নাইরোবি থেকে বিবিসির ফার্দিনান্দ ওমোন্দি জানান, সেখানে সংঘর্ষের ঘটনা নিত্য দিনের। তবে হতাহতের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দেশটির প্রেসিডেন্ট সালভা কির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

দেশটির বেসামরিক লোকজন তাদের অস্ত্র সমার্পন না করলে সেনাবাহিনীকে বল প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কির।

সাংসদ ধারুরাই বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত দু’পক্ষের ১৭০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। পুড়িয়ে দেয়া হয়েছে ৩৪২ বাসস্থান এবং বাস্তুচ্যুত হয়ে পড়েছেন ১ হাজার ৮০০ মানুষ।

প্রেসিডেন্ট সালভা কিরের একজন মুখপাত্র জানান, তাদের মতে জরুরি অবস্থা ঘোষণার ফলে সহিংসতা কমে আসবে।

সারাবাংলা/ এমএইচটি

দক্ষিণ সুদানে সংঘর্ষ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর