৩৯তম বিসিএস থেকে আরও চিকিৎসক নিয়োগ দিতে রিট
৩০ জুলাই ২০২১ ০১:৫৪
ঢাকা: ৩৯তম বিসিএস (বিশেষ) উত্তীর্ণদের মধ্য থেকে আরও চিকিৎসক নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) ৩৯তম বিসিএসে উত্তীর্ণ ডা. রাফা মো. নুরুল ইসলামসহ ১৩৬০ শিক্ষার্থীর পক্ষে এ সম্পূরক রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মশিহুর রহমান।
আগামী সপ্তাহে বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে।
এ বিষয়ে আইনজীবী মো. মশিহুর রহমান বলেন, ২০১৮ সালে ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হয় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ চিকিৎসক। এর মধ্য থেকে প্রথম দফায় ৪ হাজার ৫৪২ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেয় সরকার। তখন বলা হয়েছিল- এরা উভয় পরীক্ষায় পাস হলেও শূন্য পদ না থাকার কারণে তাদের নিয়োগের বিষয়ে সুপারিশ করা গেল না। পরে নিয়োগের রিকুইজিশন পাওয়া গেলে নন ক্যাডার হিসেবে বিধি-বিধান অনুসরণ করে নিয়োগ দেওয়া হবে। এরপর গত বছর যখন করোনার প্রার্দুভাব বেড়ে গেল তখন আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। বাকি থাকে সাড়ে ৬ হাজার চিকিৎসক।
সম্প্রতি নতুন করে ৪ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা দেয় সরকার। তারপরই বলা হয় নতুন এ নিয়োগ ৪২তম বিসিএস (বিশেষ) থেকে নেওয়া হবে। এ কারণেই আমরা আদালতে আবেদন করেছি। আবেদনে ৩৯তম বিসিএসে (বিশেষ) উত্তীর্ণ তালিকাভুক্ত সাড়ে ৬ হাজার চিকিৎসক থেকে নিয়োগের নির্দেশনা চেয়েছি।
চিকিৎসা সেবার মান বাড়াতে সম্প্রতি কোনো ইন্টারভিউ ছাড়াই ৪ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত ২৬ জুলাই দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘নতুন চার হাজার ডাক্তার নিচ্ছি। নার্সও চার হাজার নেওয়া হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে নেওয়া হচ্ছে।’
তবে এ বিষয়ে জানা গেছে, ৩৯তম বিসিএস (বিশেষ) থেকে নতুন করে আরও চিকিৎসক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
সারাবাংলা/কেআইএফ/একে
করোনা কোভিড-১৯ চিকিৎসক নিয়োগ নভেল করোনাভাইরাস বিসিএস পরীক্ষা হাইকোর্ট