Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেলেনার আইপি টিভি জয়যাত্রার অফিসে র‌্যাবের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২১ ০৩:০১

ঢাকা: বিতর্কের জেরে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর মিরপুর-১১ নম্বরে তার মালিকাধীন আইপি টিভি জয়যাত্রা ও জয়যাত্রা ফাউন্ডেশনের অফিসে অভিযান শুরু করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত ১টা থেকে এ অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

র‍্যাব সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে জয়যাত্রা টেলিভিশনের অফিসে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায় র‌্যাব। তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও ইয়াবা পাওয়া গেছে। এছাড়া ক্যাসিনো সরঞ্জাম, হরিণের চামড়াও পাওয়া গেছে তার বাসায়। অভিযানে হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়।

অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সাংবাদিকদের বলেন, হেলেনা জাহাঙ্গীর এই বাড়ির মালিক। বাড়িটিতে অভিযান চালিয়ে ক্যাসিনো খেলার সরঞ্জাম, ওয়াকিটকি, ড্রোন, হরিণের চামড়া, বিদেশি মদ, বৈদেশিক মুদ্রা, বিশেষ ছুরি ও কাঁচি, বিদেশি বিয়ার, কার্টুন ভর্তি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

তাকে র‌্যাব সদর দফতরে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে পরে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/ইউজে/একে

আওয়ামী লীগ উপকমিটি ক্যাসিনো হেলেনা জাহাঙ্গীর

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর