Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেলেনার বিরুদ্ধে যত অভিযোগ, সংবাদ সম্মেলনে জানালো র‌্যাব

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২১ ১৮:২০

ঢাকা: রাজধানীর গুলশান থেকে আটকের পর র‌্যাব সদর দফতরে নিয়ে হেলেনা জাহাঙ্গীরকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তরের আগে যত অভিযোগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কুরুচিপুর্ণ মন্তব্য করতেন বলে তথ্য পাওয়া গেছে। সেখানে তিনি বিভিন্ন সম্মানিত ব্যক্তিকে কটাক্ষ ও সম্মানহানি করেছেন। যার প্রমাণ রয়েছে। এ ছাড়া তিনি একটি সংঘবদ্ধ চক্র তৈরি করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে র‌্যাব সদর দফতরে গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খোন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে কুরুচি মন্তব্যকারী সেফুদার সঙ্গেও হেলেনার যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তার সঙ্গে সাক্ষাতের তথ্য দিয়েছেন জিজ্ঞাসাবাদে। সেফুদা তাকে নাতনি বলে সম্বোধন করতো। তার সঙ্গে অর্থ লেনদেনের বিষয়টিরও প্রমাণ পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘জয়যাত্রা আইপি টিভির মাধ্যমে তিনি চাঁদাবাজি করতেন বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে। দেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরেও বিভিন্ন দেশে প্রতিনিধি নিয়োগ দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। ওনার চক্রের প্রতিনিধিরা নিউজের নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করত।’

র‌্যাবের মুখপাত্র বলেন, ‘অভিযানের সময় আইপি টিভির অফিসে জয়যাত্রা ফাউন্ডেশনের কাগজপত্র পাওয়া গেছে। তিনি বিভিন্ন কথা বলে দেশি-বিদেশি ফান্ড সংগ্রহ করতেন। ওইসব ফান্ডের টাকা কোথায় গেছে তা বিস্তারিত তদন্ত করা হবে।’

বিজ্ঞাপন

যেসব মামলা হবে হেলেনার বিরুদ্ধে

র‌্যাবের মুখপাত্র জানিয়েছেন, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা প্রক্রিয়াধীন।

হেলেনার বাসায় বন্যপ্রাণীর চামড়া পাওয়া গেছে। সে জন্য বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া ক্যাঙ্গারুর চামড়া পাওয়া গেছে। ক্যাঙ্গারু আমাদের দেশের প্রাণী নয়। তাই বিশেষ আইনেও একটি মামলা প্রক্রিয়াধীন।

বাসা থেকে ওয়াকিটকি জব্দ করা হয়েছে। যা অবৈধ। এ জন্য টেলিযোগাযোগ আইনে আরেকটি মামলা করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন সময় অপরাধ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন।

আইপি টিভি চালালেও অভিযানে সেখান থেকে স্যাটেলাইট টেলিভিশনের সরঞ্জামাদি পাওয়া গেছে। যা বিটিআরসির অনুমতি ছিল না। সে জন্য টেলিযোগাযোগ আইনে মামলা করবে বিটিআরসি।

এরইমধ্যে জয়যাত্রা আইপি টিভির একজন জেলা প্রতিনিধি তার বিরুদ্ধে মামলা করেছিল, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে মামলা হওয়ার পর আগামীকাল সকালে তাকে আদালতে তোলা হতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার গুলশানের বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব। এরপর তাকে র‌্যাব সদর দফতরে নেওয়া হয়। গুলশানে বাসায় অভিযান শেষে মিরপুরে জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা আইপি টিভির অফিসেও অভিযান চালায় র‌্যাব। উভয় অভিযানে বেশকিছু অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে অব্যহতিপ্রাপ্ত হেলেনা জাহাঙ্গীর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের জন্য সম্প্রতি সমালোচনার মুখে পড়েন।

সারাবাংলা/ইউজে/একে

আওয়ামী লীগ উপকমিটি হেলেনা জাহাঙ্গীর

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর