Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিশরে মুসলিম ব্রাদারহুডের ২৪ সদস্যের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২১ ১৯:২৫

মিশরের একটি আদালত দেশটির বৃহত্তম ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের ২৪ সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। তাদের বিরুদ্ধে পৃথক দুটি ঘটনায় পুলিশ সদস্য হত্যার অভিযোগ ছিল। আল জাজিরার খবর।

মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম আল-আহরামের খবরে বলা হয়েছে, ২০১৫ সালে রশিদ সিটিতে বাসে বোমা হামলা চালিয়ে পুলিশ সদস্যদের হত্যার দায়ে মুসলিম ব্রাদারহুডের ১৬ সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দমনহর ফৌজদারি আদালত। মৃত্যুদণ্ড রায় পাওয়া  আসামীদের মধ্যে মুসলিম ব্রাদারহুডের আঞ্চলিক নেতা মহাম্মদ সুইয়েদেনও রয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া একই আদালত অপর এক মামলার রায়ে আরও আটজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। ওই মামলার অভিযুক্তরা ২০১৪ সালের ডিসেম্বরে আদদিলিনজাত সিটিতে পুলিশ হত্যার দায়ে অভিযুক্ত।

২৪ জন আসামীর মধ্যে ৩ জন ইতিমধ্যে মারা গেছেন বলেও জানানো হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে ৮ জন পলাতক রয়েছেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা ওই আদালতের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন কি না এ ব্যাপারে আল আহরামের প্রতিবেদনে কিছু বলা হয়নি।

উল্লেখ্য, মিশরে কথিত আরব বসন্তের মাধ্যমে ২০১২ সালে প্রথমবারের মতো ক্ষমতায় আসে মুসলিম ব্রাদারহুড। তবে মাত্র এক বছরের মাথায় ২০১৩ সালে মিসরের তৎকালীন সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন।

মোহাম্মদ মুরসি মিশরে মুসলিম ব্রাদারহুডের প্রভাব কমাতে সংগঠনটির নেতাকর্মীদের কঠোর হাতে দমন করছেন। এছাড়া কথিত আরব বসন্তের সময় সংঘটিত নানা সহিংসতার দায়ে মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের ব্যাপক হারে আইনের আওতায় আনছে তার সরকার।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

মুসলিম ব্রাদারহুড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর